রাজেন্দ্র নাথ দত্ত: মুর্শিদাবাদ:-
একই পরিবারের তিনজন করোনায় আক্রান্ত হওয়ায় ভরতপুর-১ ব্লকের মল্লিকপুর গ্রামকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। ভরতপুর ১ নম্বর ব্লক প্রশাসন ও ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে এলাকাকে ঘিরে দেওয়া হয়। জেলা প্রশাসনের আধিকারিকরা ভরতপুর-১ ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী ও জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার গোটা এলাকার কোভিড বিধির বিষয়ে আলোচনা করেন। এরপর ওই এলাকাকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। ভরতপুর-১ বিএমওএইচ অভিনাশ কুমার বলেন, মল্লিকপুর গ্রামের তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সেখানে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। এছাড়া ও উপস্থিত হয়েছিলেন কান্দী মহকুমার মহকুমা শাসক রবি আগরওয়াল,ভরতপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়ন দে,ভরতপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিনাশ কুমার, আলুগ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন সহ প্রশাসনিক কর্তারা।
