গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবারের SDPO মিতুন দের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল ডায়মন্ডহারবার পুলিশ। মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকটি জায়গা থেকে বেআইনি মদ উদ্ধার করে পুলিশ।এছাড়া কয়েকটি গ্রাম থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যও উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ। সেগুলিকে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। মাদকদ্রব্য পাচার করার সময় এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর,নির্দিষ্ট সূত্র ধরে অভিযান চালিয়ে উদ্ধার হয় কয়েক হাজার মূল্যের মাদকদ্রব্য ও তরল মাদক। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।