মাদক উদ্ধারে মহিষাদল থানার পুলিশ 

 

মহিষাদল:সৌমাল্য ব্যানার্জী

রাতের অন্ধকারে চুরির ঘটনায় চাঞ্চল্য মহিষাদলের রামবাগ গ্রাম। এলাকার মানুষের অভিযোগ, এলাকায় দুস্কৃতিরা মাদক বিক্রির আকড়া তৈরি করছিল।এই ঘটনায় এক যুবক ও মহিলাকে আটক করেছে মহিষাদল থানার পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে মাদক উদ্ধার হয়। এলাকা থেকে প্রায় ৭/৮ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে স্থানীয়দের উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।