রনক রায়,দমদম : একজন 65 থেকে 70 বছরের বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখে নজরে আসে দমদম থানার কর্মরত একজন সাব-ইন্সপেক্টর এর।তখন তিনি তাঁকে নিয়ে গিয়ে হসপিটালে প্রাথমিক চিকিৎসা করান।পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের সম্পর্কে কিছুই বলতে পারে না । শুধু নিজের নাম বলতে পারেন মৃণাল কান্তি রাউত । অনেক খোঁজাখুঁজির পর দমদম ক্যান্টনমেন্ট সুভাষ নগর এলাকায় তার মেয়ের বাড়ি পুলিশ জানতে পেরে তার মেয়ের হাতে তাকে তুলে দেন । পরবর্তিতে পুলিশ জানতে পারে তার নিজের বাড়ি আগরপাড়া
