করোনার তৃতীয় ঢেউয়ের আগে পথচলতি সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শনিবার বালুরঘাট বাসস্টান্ড সহ বিভিন্ন এলাকায় হাতে মাইক নিয়ে জনসাধারণকে মাস্ক পড়িয়ে সচেতন করা হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়াও দেখা যায়,বালুরঘাট শহরের বহু মানুষ মাস্কহীনভাবেই ঘুরে বেড়াচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন জেলা পুলিস সুপার রাহুল দে। পাশাপাশি তাদেরকে সতর্ক করে জেলা পুলিস সুপার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিস রাহুল দে সহ বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ ও বালুরঘাট থানার আইসি অসীম গোপ সহ অন্যান্যরা। মূলত বালুরঘাট ও তার আশেপাশের অঞ্চলে অনেকেই মাস্কহীন ভাবে ঘুরে বেড়াচ্ছেন। তাদের সচেতন করতেই পুলিশের এই উদ্যোগ। এদিনের ওই কর্মসূচিতে রোড সেফটি বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিস সুপার রাহুল দে বলেন, বালুরঘাটে অনেকেই মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। সামনে তৃতীয় ঢেউ আসছে। তার আগে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করতেই এদিনের এই উদ্যোগ।