পুলিশ সুত্রে খবর,গত ৮ ই অগাষ্ট ফুলবাড়ি থেকে একটি মালবোঝাই ট্রাক রায়গঞ্জ,বুনিয়াদপুর, বালুরঘাট এর উদ্যশ্যে রওনা দেয়। কিন্তু সেই ট্রাকটি গন্তব্যস্থলে না পৌছালে এনজেপি থানার দারস্থ হয় ওই ট্রাকের মালিক। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ট্রাকটি উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে বিক্রি করার উদ্যেশে। পুলিশের ৪ জনের একটি দল দিল্লি পৌছে,সেখান থেকে সড়ক পথে পৌছায় উত্তর প্রদেশে। সেখানে ভট থানার সাহায্য নিয়ে অভিযান চালিয়ে উদ্ধার হয় চুরি যাওয়া ট্রাকটি।ঘটনায় গ্রেপ্তার করা হয় উত্তর প্রদেশের বাসিন্দা শাহনাওয়াজ আহমেদ(২৩) ও আরিফ (২৫)কে। এরা দির্ঘদিন ধরেই বিভিন্ন জায়গা থেকে মাল সমেত গাড়ি চুরি করে বিক্রি করার উদ্যেশে উত্তরপ্রদেশে নিয়ে আসে বলে সূত্রের খবর। ধৃতদের গ্রেপ্তারের পর সড়ক পথে প্রায় ৫৪ ঘন্টা অতিক্রম করে শিলিগুড়িতে আনা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ডে আনার আবেদন জানানো হবে আদালতের কাছে এমনটাই পুলিশ সূত্রে খবর।