মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রামপুরহাট পৌরসভার উদ্যোগে শুভ উদ্বোধন হল মা ক্যান্টিনের। অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আসিস বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস,
মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ,রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক,পৌরসভার অন্যান্য কর্মচারী ও বিভিন্ন নেতৃবর্গ। ড: আশীষ বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই গরিব মানুষের কথা চিন্তা করেন। তাদের কথা ভেবে বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন তিনি। তারমধ্যে এই মা ক্যান্টিন অন্যতম। বিভিন্ন জায়গায় মা কান্টিন-এর কাজ শুরু হয়েছে। রামপুরহাট পৌরসভার উদ্যোগে এই মা ক্যান্টিনের শুভ সূচনা করা হলো। দুপুর একটা থেকে দুটো পর্যন্ত মাত্র 5 টাকায় ডাল,ভাত,সবজি এবং ডিম সহ দুপুরের আহার এর ব্যবস্থা করা হয়েছে। এই দিন পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর মীনাক্ষী ভগৎ-ও উপস্তিত থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
রামপুরহাট-সৌগত মন্ডল
