রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জেলায় জেলায়,মহকুমায় মহকুমায় মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হবে ঘরের গৃহবধুদের।মহিলাদের হাত খরচের কথা মাথায় রেখে এই প্রকল্প চালু হতে চলেছে খুব শ্রীঘ্রই। সেইমত শনিবার নদিয়ার রানাঘাট নাসড়া হাই স্কুলে মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রক্লপের শিবির খোলা হবে।তার আগে সেখানে পরিদর্শন করতে গিয়েছিলেন প্রশাসনিক কর্তারা। এই প্রকল্প চালু হলে অনেক মহিলারা উপকৃত হবে বলে ধারনা সকলের।