মেজিয়া থানার ওসি রাজীব কুমারের নেতৃত্বে কটুক্তি করায় সুবিচার পেল এক নাবালিকা।
পুলিশ সূত্রে জানা যায়, মেজিয়া থানার অন্তর্গত মেজিয়া পোস্ট অফিস এলাকার একটি নাবালিকা মেয়েকে প্রসেনজিৎ বাউরী ও অক্ষয় বাউরী সহ চার জন যুবক নানা রকম ভাবে উক্তত্য ও কটুক্তি করে। এবং নানা ধরনের ভয় দেখায়। মেজিয়া থানায় এমনই একটি অভিযোগ দায়ের করেন মেয়ের বাবা লক্ষণ বাউরী। সেই অভিযোগের ভিত্তিতে মেজিয়া থানার ওসি রাজীব কুমার পালের নির্দেশে মেজিয়া থানার পুলিশ প্রসেনজিৎ বাউরী কে গ্রেপ্তার করে। এরপর তাকে বাঁকুড়া জেলা আদালতে পাঠায় পুলিশ। এছাড়া ও সি রাজীব পালের নেতৃত্বে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে মেজিয়া থানার পুলিশ।

বাঁকুড়া:নবেন্দু হাটি