মেডিকেলে ভর্তির নামে লক্ষাধিক টাকার প্রতারণার

মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে বারো লক্ষ টাকা প্রতারনা
করার অভিযোগে দু জনকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সুত্রে খবর,ঝাড়গ্রাম শহরের বাসিন্দা অর্নব ঘোষ দাস ফেব্রুয়ারি
মাসের প্রথম সপ্তাহে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ভর্তির নাম করে তার সাথে বারো লক্ষ
টাকার প্রতারনা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

অর্নব ঘোষ দাসের বাবা করোনা আক্রন্ত হয়েছিলেন কয়েক মাস আগে।
সেই সময় অভিযুক্ত নিজেকে শুভাশিস আগরওয়াল পরিচয় দিয়ে ফোন করে।
অর্নবের মা ফোন ধরলে তাকে বলে ছেলেকে মেডিক্যাল কলেজে ভর্তি করে দিতে পারবে সে।
এরপর অন লাইনে সেই টাকা অর্নবের পরিবার দেয়।
অর্নবকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে আসতে বলে। সেখানে সারাদিন অপেক্ষা করার
পরেও কারো দেখা মেলেনি। তারপর থেকে ওই ব্যক্তির ফোন সুইচ অফ হয়ে যায়।
তখনই তারা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।
এরপর ঝাড়গ্রাম সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন অর্নব।এরপর আভিজুক্ত
শুভাশিস পতি এবং নিতু রায় নামে দুজনকে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলা
পুলিশ,কলকাতা পুলিশের সহযোগিতায় কলকাতা থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়,ধৃত দুজনের কাছ থেকে দুটি ল্যাপটপ,
বেশ কয়েকটি ফোন এবং বেশ কিছু নথি পত্র উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ধৃত দু জনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।

ঝাড়গ্রামঃ সুমন পণ্ডিত