বাঁকুড়া : যুগলের পচাগলা মৃতদেহ উদ্ধার করল খাতরা থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার খাতড়া এলাকা । সূত্রের খবর, সোনামুখী থানা এলাকার বাসিন্দা বছর সতেরোর মোনালিসা সরেনের সঙ্গে সিমলাপাল থানা এলাকার বছর একুশের অনন্ত সরেনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কে অবনতির কারণে বিষ খেয়ে আত্মহত্যা যুগলের। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্তে খাতরা থানার পুলিশ।
রিয়া দাস , রিপোর্টার
