পুলিশ নিউজ ডেস্কঃ আজ ২১ শে জুন, বিশ্ব যোগ দিবস।বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের দীঘা থানা ও দীঘা মোহানা কোস্টাল থানা পুলিশের যৌথ উদ্যোগে দীঘামোহানা সমুদ্রতটে মঙ্গলবার সকালে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। ডিএসপি ডি এন্ড টি সাকিব আহমেদের নেতৃত্বে পুলিশকর্মীরা শিবিরে অংশ নেয়। এছাড়াও উপস্থিত ছিলেন দীঘামোহান থানার ওসি অমিত দেব ও দীঘা থানার ওসি বুদ্ধদেব মাল।
অপূর্বা মিত্র, রিপোর্টার
