চলতি মাসের ৩ রা আগস্ট মেজিয়া থানার কালিদাসপুরে এক মহিলার রহস্য মৃত্যু কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। মেজিয়া থানার ওসি রাজীব কুমার পালের নেতৃত্বে মেজিয়া থানার পুলিশ মৃত্যুর তদন্তে নেমে মৃত্যুর ১২ দিনের মাথায় কালিদাসপুর কোলিয়ারি সংলগ্ন কোড়াপাড়ার এক পরিত্যক্ত কুয়োর জল থেকে কোমরে পাথর বাধা অবস্থায় এক মহিলার পচা গলা মৃত দেহ উদ্ধার করে মেজিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর,মৃত ঐ মহিলার নাম অঞ্জনা হাজরা(২৭)। মৃত ঐ মহিলার বাড়ি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ এলাকায়। তবে মৃত ঐ মহিলা দীর্ঘদিন রানীগঞ্জ থানার গির্জাপাড়া এলাকায় তার এক পুত্র সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমে আসলেমা বিবি,ইমরান খান,রমজান খান,সাবান খান,আনারুল মল্লিক নামে মোট পাঁচ জনকে গ্রেফতর করেছে মেজিয়া থানার পুলিশ। এরা প্রত্যেকেই শালতোড়া থানার ডাহুক গ্রামের বাসিন্দা। এই খুনের প্রকৃত ঘটনাস্থল কোথায়! রহস্যই বা কি? আরও কেও জড়িত আসছে কিনা,তা ও সি রাজীব পালের নেতৃত্বে তদন্ত চালাচ্ছে মেজিয়া থানার পুলিশ।