রাখি বন্ধন উপলক্ষ্যে বিধাননগর জুড়ে রাখি বন্ধন উৎসব পালন করছে বিধাননগর পুলিশ। এবার সেই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়েই সচেতনতা বার্তা পৌঁছে দিল লেক টাউন থানার পুলিশ। আজ লেক টাউন থানার পুলিশের পক্ষ থেকে লেক টাউন ঘড়ি মোড়ের কাছে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। লেক টাউন থানার বড় বাবু নন্দদুলাল ঘোষের হাতে রাখি পরিয়ে এই কর্মসূচির সূচনা করেন লেক টাউন থানার মহিলা পুলিশ কর্মীরা। রাস্তায় বেরোনো প্রত্যেক মানুষের হাতে ‘safe drive save life’ বার্তা লেখা রাখি পরিয়ে সচেতন করা হয়। এর পাশাপাশি মাস্ক ছাড়া রাস্তায় বেরোনো মানুষদের মাস্ক পরিয়ে তার পর রাখি পরিয়ে সচেতন করা হয়। আজ সারাদিন ব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।.

বিধান নগর:শাকিল মুস্তাক