রবিবার সারা দেশে উদযাপন হলো রাখী বন্ধন উৎসব। প্রত্যেক বোনেরা তার ভাইদের হাতে রাখী পরিয়ে মিষ্টি মুখ করাচ্ছে । সেই জায়গায় দাঁড়িয়ে বাদ গেলনা বড়িশা শান্তি সংঘ। এইদিন ক্লাবের সদস্যরা রাখী পরিয়ে এক অন্যরকম নজির গড়লেন। তারা শুধু রাস্তার পথ শিশুদের নয় ডিউটি রত পুলিশ ও সার্জেনদের হাতে রাখী পরিয়ে দিলেন। তাদের হাতে রাখি পরিয়ে দেয় রাস্তার ছোট ছোট পথ শিশুরা। ডিউটি রত সার্জেন জানান আজ এদের হাতে রাখী পরে আমার একটা আলাদা অনুভূতি হলো। এবং এই উদ্দেশ্যে কে সাধুবাদ জানান তিনি। পাশাপাশি এইদিন শান্তি সংঘ ক্লাবের সম্পাদক দেবাশিস রায় পথ শিশুদের হাতে স্কুল ব্যাগ,খাদ্য সামগ্রী তুলে দেন।