সারা রাজ্যের সঙ্গে এদিন রবিবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এছাড়াও এদিন ঝাড়গ্রাম থানার পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে – রাখি বন্ধন উৎসবে পথচলতি সাধারণ মানুষের মুখে মাক্স, হাতে রাখি পরিয়ে এবং মিষ্টি বিতরণ করে পবিত্র রাখি বন্ধন দিনটিকে সম্প্রীতি রূপে পালন করলেন পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা। এদিন থানার পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে রাখি বন্ধন উৎসব পালন হয়, রাখি বন্ধন হোক সম্প্রীতির বন্ধন পরিস্থিতি রক্ষা বন্ধন এর প্রতি এই শ্লোগানকে সামনে রেখে পথচলতি গাড়িচালক থেকে শুরু করে বিভিন্ন মানুষদের হাতে রাখি পরিয়ে দিল, ঝাড়গ্রাম থানার পক্ষ থেকে একত্রিত হয়ে একে অপরের হাতে রাখি পরিয়ে দিলেন এই রাখি বন্ধন উৎসবে। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম থানার পুলিশ আধিকারিকরা ও ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বনও প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রামের জেলাশাসক জয়শ্রী দাস গুপ্ত সহ একগুচ্ছ প্রশাসনের আধিকারিক।