সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচীকে সামনে রেখে রবিবার নদিয়ার রানাঘাট ৩৪ নং জাতীয় সড়ক কোর্টমোড়ে রানাঘাট ট্রাফিক পুলিশ এবং রানাঘাট থানার যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা উৎযাপন করা হয়। এদিন সকালে এই পথ নিরাপত্তার পাশাপাশি জাতীয় সড়ক দিয়ে যে সমস্ত যানবাহন চলাচল করছিল তাদের চালকদের হাতে রাখী পড়িয়ে দেওয়া হয়।এছাড়াও ছোট বড় যানবাহন চালকদের সেফ ড্রাইভ সেফ লাইফ সম্বদ্ধে সচেতন করা হয়।উপস্থিত ছিলেন রানাঘাট ট্রাফিক এবং রানাঘাট থানার পুলিশ প্রশাসনের কর্তারা। অন্যদিকে পথ চলতি মানুষজনকে পথ নিরাপত্তা দিতে সঠিক বার্তা প্রদান করা হয়।গাড়ি আস্তে চালান,মটর বাইক আরোহীদের হেলমেট ব্যবহার করা এবং সকলের মুখে মাক্স ব্যবহারের কথাও বলা হয় এইদিন।

নদিয়া :কমল দত্ত