বীরভূম : দিব্যেন্দু গোস্বামী
ফিল্মি কায়দায় পুলিশের জালে ধরা পড়ল গরু বোঝাই গাড়ি।ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকালবেলায় গরু বোঝাই একটি দশ চাকা ডাম্পার পাশের রাজ্য ঝাড়খাণ্ড থেকে নারায়ণপুর হয়ে আসার সময় নারায়ণপুর মোড়ে কর্মরত সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের সন্দেহ হাওয়ায় একজন পুলিশ গাড়িতে উঠে দেখতে গেলে ড্রাইভার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু পাশের বেলে গ্রামের রাস্তা সংকীর্ণ হওয়াই গাড়িটা আটকে নেয় পুলিশ ও সাধারণ মানুষ। খবর দেওয়া হয় রামপুরহাট থানায়।সেই মত খবর পেয়ে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ । রামপুরহাট থানার পুলিশ ১৪ টি গরু সহ গাড়ি ও একজন কে আটক করে।