রাস্তা দখল মুক্ত করতে পথে সদর ট্রাফিক পুলিশ

বাঁকুড়া পৌর শহরের অবৈধভাবে রাস্তা দখল করে বসে থাকা ব্যবসায়ীদের হাত থেকে রাস্তা দখল মুক্ত করতে পথে নেমেছিলো বাঁকুড়ার সদর ট্রাফিক পুলিশের আধিকারিকরা। ট্রাফিক আইসি দেবি প্রসাদ মুখার্জির নেতৃত্বে বাঁকুড়া শহরের লালবাজার সানঘাট এলাকায় কড়া অভিযান চালানো হয়েছিল সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটপাথ সহ রাস্তার বিস্তীর্ণ অংশজুড়ে দখল করে ব্যবসা করছিলেন বেশ কিছু ব্যবসায়ী। এর ফলে শহরে তৈরি হয় যানজট। সমস্যায় পড়তে হয় পথচলতি সাধারণ মানুষদের। ফলে দূর্ঘটনার আশঙ্কা বাড়ছিল। তাই যানজট এড়াতে ওই সমস্ত ব্যবসায়ীদের করা সতর্কবার্তা দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

বাঁকুড়া : নবেন্দু হাটি