রিষরা থানার উদ্যোগে মোবাইল ফোন উদ্ধার
হুগলি:পলাশ চক্রবর্তী
রাস্তায় হারিয়ে গিয়েছিল পুলিশ কর্মীর মোবাইল। মাসকয়েক আগে আই এম এ নম্বর সার্চ করে পুলিশকর্মীরা মোবাইল ফোন উদ্ধার করে তুলে দিল সহকর্মীর হাতে। রিষরা থানার উদ্যোগে পুলিশ কমিশনারেটে 27 টি মোবাইল ফোন তুলে দিল মোবাইল ফোন মালিকের হাতে।এদিন শ্রীরামপুর রবীন্দ্র ভবন ও রিষড়া থানার চন্দননগর পুলিশ কমিশনারেটের অর্ণব ঘোষ সেইসব মালিকদের হাতে মোবাইল ফোন তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের আইসি দিব্যেন্দু দাস ও উপস্থিত ছিলেন রিষড়া থানার আইসিও।
