রোটারী ক্লাব ও মাটিগাড়ার একটি বেসরকারী নার্সিংহোমের যৌথ উদ্যোগে টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয় বর্ধমান রোডের একটি মটোর বাইকের শোরুমে।এই টিকাকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আইপিএস গৌরব শর্মা।এই দিন তিনি ফিতে কেঁটে এই শিবিরের শুভ সুচনা করেন।রোটারী ক্লাবের পক্ষ থেকে জানানো হয় প্রায় ৫০০ জনকে ৭৮০ টাকার বিনিময়ে টিকা দেবার ব্যবস্থা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি আইপিএস গৌরব শর্মার বক্তব্য সরকার যে উদ্যোগ নিয়েছে তাঁর প্রশংসা করে তিনি বলেন, বিশেষজ্ঞরা করোনার তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তিত এবং এর পাশাপাশি টিকাকরণিই হলো একমাত্র পথ করোনার তৃতীয় ঢেউকে রোধ করার জন্য।তাই তিনি জানান যেভাবে বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা কাজ করে চলছে তাতে তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা আটকানো যাবে। এর পাশাপাশি শহরের বিভিন্ন স্তরের নাগরিকদের টিকাকরণের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
