কৌশিক কোলে,হুগলি : হুগলির গোঘাটের কামারপুকুরে কনটেইন মেন্ট জন চলছে । গোঘাট থানার পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচার আর কড়াকড়ি টইল গোঘাট থানার পুলিশের । গোঘাট থানা পুলিশ বারবার মাইকিং করে অনুরোধ করছে অযথা জেনো না বাড়ির বাইরে বের হয় আর বাইরে বিশেষ দরকারি বের হলে অবশ্যই মাক্স আর স্যানিটাইজার যেন সাথে নিয়ে বের হয় , পুলিশের এই পদক্ষেপকে শাহবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ।