রাতের কলকাতায় লক্ষাধিক টাকার মাদক পাচারের চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে গ্রেফতার দুই। উদ্ধার ৪০ কেজি বেআইনি গাঁজা।
পুলিশ সূত্রে খবর,রাতের অন্ধকারে বাঙুর যশোর রোড রাস্তায় নাকা তল্লাশি চালানোর সময় একটি মালবোঝাই গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। সেই সময় গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করলে গাড়ির চালক এবং সহকারী উভয় পুলিশকে জানায় গাড়িতে মাছের খাবার নিয়ে যাচ্ছে তারা। তবে পুলিশ আধিকারিকদের সন্দেহ হলে গাড়ির পিছনের বস্তা খুলে তল্লাশি চালায়। সেই বস্তায় থাকা মাছের খাবারের ভিতর থেকে উদ্ধার হয় বেআইনি গাঁজা। পুলিশ সূত্রে খবর আনুমানিক ৫ লক্ষ টাকার মাদক পাচার করার চেষ্টা চালাচ্ছিল অভিযুক্তরা। কোচবিহার থেকে মাদক কলকাতায় নিয়ে আসছিল ওই দুই অভিযুক্ত বলে পুলিশের জেরায় স্বীকার করে অভিযুক্তরা। এই ঘটনায় আবু মুন্নাত এবং আলম মিয়াকে গ্রেফতার করেছে লেক টাউন থানার পুলিশ। দুজনের বাড়ি কোচবিহার এলাকায়। এরপর অভিযুক্তদের বারাসত আদালতে তোলা হয়। এবং ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এই অভিযুক্তদের কারা এই মাদক পাচারের কাজে নিযুক্ত করেছিল এবং কাদের কাছে এই মাদক পাচার করা হচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করছে লেকটাউন থানার পুলিশ।
লেকটাউন : শাকিল মুস্তাক
