স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষে আজাদি-কা-অমৃত মহোৎসব অনুষ্ঠানর আয়োজন করছে গোটা দেশ। এই উপলক্ষে ssb উদ্যোগে অসমের তেজপুর থেকে শুরু হয়েছে সাইকেল র্যালি। এদিন শিলিগুড়ির রানিডাঙ্গা হেডকোয়ার্টার থেকে সাইকেল র্যালি ভারত-নেপাল সীমান্তবর্তী পানিট্যাঙ্কির গৌড়সিং জোত ৪১নং ব্যাটেলিয়ানে এসে পৌঁছায়। আইজি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জানান, অসমের তেজপুর থেকে এই র্যালি শুরু হয়েছে। এদিন শিলিগুড়ি থেকে ৫১টি সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে। এই র্যালি ২৩৪৪ কিলোমিটার পর্যন্ত গিয়ে দিল্লির রাজঘাটে মহত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা নিবেদন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারিত ফিট ইন্ডিয়া মুভমেন্ট উপলক্ষে এই র্যালি দেশের সকল জনগনকে ঐক্যবদ্ধ ও সুস্থ থাকার বার্তা দেবে।