শান্তিপুর বিধানসভার উপনির্বাচন কে কেন্দ্র করে পুলিশের রুটমার্চ
নদীয়া:কাজল বসাক
আগামী ৩০শে অক্টোবর শান্তিপুর বিধানসভার উপনির্বাচন । এই উপ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার বিকেলে রানাঘাট জেলার ,পুলিশ সুপার সায়ক দাসের নেতৃত্বে ও শান্তিপুর থানার উদ্যোগে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ করা হয়। উপস্থিত ছিলেন রানাঘাট
জেলার ,পুলিশ সুপার সায়ক দাস , এসডিপিও প্রবীর মন্ডল ও শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই নজর দিচ্ছে প্রশাসন ।
