শিবপুরে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন যুবককে গ্রেফতার ৪। মূলত টাকাপয়সা নিয়ে গোলমালের জের। বন্ধুদের কাছে তার পাওনা টাকা চায় মৃত যুবক। টাকা দিতে বন্ধুরা অস্বীকার করলে সাথে থাকা শোর্ড দিয়ে ভয় দেখায় তাকে। তার শোর্ড কেড়ে নিয়ে তাই দিয়েই তাকে আঘাত করে অভিযুক্ত যুবক। সেই আঘাতেই মৃত্যু হয় যুবকের। তাদের চার জন কে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেয় হাওড়া শিবপুর থানার পুলিশ।এই নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন হাওড়া সিটি পুলিশ ডিসি সেন্ট্রাল কে. কান্নাল।

হাওড়া : দেবাশীষ গুচ্ছাইত