পথচলতি বা এক জায়গায় কর্তব্যরত পুলিশদের সুবিধার জন্য মোবাইল ক্যান্টিন শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে কর্তব্যরত মহিলা পুলিশদের সুবিধার্থে শুরু হল মোবাইল টয়লেট ও চেঞ্জিং রুম।।
এই উদ্যোগ নিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। শুধু ভ্রাম্যমাণ ক্যান্টিন ও টয়লেটই নয়, কর্তব্যরত পুলিশ কর্মীদের আপতকালীন পরিষেবা দিতে icu পরিষেবা সম্পন্ন এম্বুলেনসের ব্যবস্থাও করেছেন তিনি। এই মোবাইল ক্যান্টিনে রাখা হয়েছে আমিষ ও নিরামিষ দুরকম খাবারের ব্যবস্থাই। বুধবার এই নয়া উদ্যোগের উদ্বোধন হলেও বৃহস্পতিবার থেকেই গাড়িগুলি রাস্তায় নামেছে বলে শিলিগুড়ি পুলিশের ডিসিপি হেডকোয়ার্টার অমিতাভ মাইতি জানান। উত্তরবঙ্গে প্রথম এমন নজিরবিহীন উদ্যোগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খ্যাতি ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে |