ভারত-বাংলাদেশ সীমান্ত সোলপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়ালপোখর থানার পুলিশ। এছাড়াও চলতি সপ্তাহের সোমবার ভারত থেকে বাংলাদেশে যাবার পথে গ্রেপ্তার করেছিল গোয়ালপোখর থানার পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল বলেন, গত সোমবার ধৃত দুই বাংলাদেশিকে জেরা করে সূত্র মারফত খবর পেয়ে শনিবার সকালে গোয়ালপোখর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত সোলপাড়া এলাকা থেকে দুই শিশু সহ সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই বাংলাদেশিরা যার বাড়িতে ছিল সেই বাড়ির মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। এদিন ধৃত পাঁচ বাংলাদেশি ও এক ভারতীয় মোট ছয়জনকে ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ রিমান্ডের আবেদন ইসলামপুর আদালতে জানিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ। রিমান্ডে নিয়ে ধৃতদের জেরা করে বাংলাদেশি অনুপ্রবেশকে ঘিরে তথ্য মিলবে বলে পুলিশের অনুমান। ধৃতরা বাংলাদেশের
ঠাকুরগা জেলার হরিপুর থানার রুহিয়া গ্রামের বাসিন্দা রনি (২৬) মৌসুমী আক্তার (২২) আয়না মতি (৫০) সাইনুর আক্তার (১৮) আশরাফুল (১২)
মাসুদ রানা (৬) রুতু (৩)। এছাড়াও ধৃতদের নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে সোলপাড়ার বাসিন্দা বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। আশরাফুল ও মাসুদ রানাকে রায়গঞ্জের জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। ধৃত দের কোথায় লিংক রয়েছে সেবিষয়ে কোনও তথ্য মেলেনি। তবে অতিরিক্ত পুলিশ সুপার বলেন সব বিষয়ে খোঁজ চলবে কোথা তারা আসছিল কোন কাজ করে কেন তারা এখানে ছিলেন পুলিশ রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবেন।
