14 বছর বয়সী এক নাবালিকার সাথে জোর করে শারীরিক সম্পর্ক এবং শীলতাহানি করার অভিযোগ কার্শিয়াংয়ে 25 বছর বয়সী যুবককে গ্রেপ্তার করল কার্শিয়াং থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 10 তারিখে ওই যুবক জোরকরে কার্শিয়াং একটি গ্রামে গিয়ে ওই নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করে। এরপরই চাইল্ড লাইনের কার্শিয়াং ব্রাঞ্চের তরফে গতকাল অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কার্শিয়াং থানায় অভিযোগ দায়ের করা হলে মঙ্গলবার ওই যুবককে কার্শিয়াং থানার পুলিশ গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃত ওই যুবককে দার্জিলিং জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের বিরুদ্ধে POSCO আইনে মামলা রুজ্জু করা হয়েছে।তবে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে কারসিয়াং থানার পুলিশ|
