পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত কুমারঘাট গ্রামের বছর ৩০-এর এক যুবক গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী বারপারিট গ্রামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে কুমারহাট গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে একটি শালিসি সভা বসে। এরপর উত্তেজিত গ্রামবাসীরা রীতিমতো গণধোলাই দেয় কুমারহাট গ্রামের ওই যুবককে। গ্রামবাসীদের আরো অভিযোগ,ওই যুবক একাধিকবার বিভিন্ন গ্রামের মহিলাদের উপর শ্রীলতাহানি ও উত্তক্ত করতো। এরপর উত্তেজিত মহিলারা ঐ যুবককে পেয়ে গণধোলাই দেয়। এরপর কোলাঘাট থানার পুলিশকে খবর দেওয়া হলে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঐ বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।
কোলাঘট : সৌমাল্য ব্যানার্জি
