সচেতনতা অভিযানে মিরিক পুলিশ

করোনা নিয়ে মানুষকে সচেতন করতে এবার লাগাতার সচেতনতা অভিযানে নামল মিরিক পুলিশ। সোমবার মিরিক পুলিশের পক্ষ থেকে মিরিক থানার আইসি সুদীপ কুমার বিশ্বাসের উদ্যোগে মিরিকে এক সচেতনতা রেলি আয়োজন করা হয়। এই রেলির মাধ্যমে করোনা নিয়ে মানুষকে সচেতন করা হয়। একই সাথে মানুষের কাছে আবেদন করা হয় সকলে যাতে সরকারের স্বাস্থ্যবিধিকে সঠিকভাবে পালন করে।