রাজারহাট : শাকিল মুস্তাক

ডিসেম্বর মাস জুড়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে পালন হয় হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এবার সেই কর্মসূচিতে নয়া উদ্যোগ বিধাননগর পুলিশের। ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালালে ট্রাফিক ফাইনের পরিবর্তে চালকদের গোলাপ দিয়ে অভ্যর্থনা জানালো বিধাননগর ট্রাফিক পুলিশ। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত রাজারহাট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। রাজারহাটে একাধিক রাস্তায় হেলমেট ছাড়াই ঘুরতে দেখা যায় বাইক চালকদের। রাজারহাট জুড়ে রাজারহাট ট্রাফিক ইন্সপেক্টরের তত্তাবধানে সচেতনতা অভিযান শুরু করে রাজারহাট ট্রাফিক পুলিশ। আর তাতেই যেই বাইক চালকরা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন বা যেই অটো চালকরা নিয়ম ভাঙছেন তাদের আটকে গোলাপ ফুল বিতরণ করে ট্রাফিক পুলিশ। এছাড়াও যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরোচ্ছেন তাদের মাস্ক পরিয়ে সচেতন করা হয়। এই অভিনব উদ্যোগের মধ্যে দিয়েই মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যাবে বলেই মত বিধাননগর পুলিশের।