বীরভূম : দিব্যেন্দু গোস্বামী

বার বার প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করা হচ্ছে কোনো নাবালিকার বিয়ে যাতে না দেওয়া হয়। অর্থাৎ ১৮ বছরের নীচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। কিন্তু সরকার বা প্রশাসনের নির্দেশকে অমান্য করে এক নাবালিকার বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত সিজা গ্রামে। খবর পেয়ে চাইল্ড লাইন ও বীরভূম জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে,সদাইপুর থানার পুলিশকে নিয়ে ঐ নাবালিকার বিয়ে আটকানো হয়। উল্লেখ্য, ঐ নাবালিকার বয়স 16 বছর 6 মাস। বীরভূম চাইল্ড লাইনের সদস্য সেখ ফজ্লুল হক জানান,আমাদের টোল ফ্রী নম্বর ১০৯৮ নম্বরে ফোন করে জানানো হয়েছিল সিজা গ্রামে এক নাবালিকার বিয়ে ঠিক করা হচ্ছে। আমরা খবর পেয়ে এখানে আসি এবং খবর নি। যদিও এখন বিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। পাশাপাশি ঐ নাবালিকা এখন পড়াশুনা চালিয়ে যেতে চাইছে। তার বাবা ও মা আমাদের একটি মুচলেকা দেন যে,১৮ বছর বয়স না হলে তারা বিয়ে দেবেন না। পাশাপাশি ঐ নাবালিকার বাবা জানান,আমরা এখন বিয়ে দেব না,যতক্ষণ না মেয়ের ১৮ বছর বয়স হচ্ছে। এখন শুধু দেখাশোনা চলছিল।