সনু হোটেলে দুস্কৃতি হামলা,তদন্তে নৈহাটি থানার পুলিশ

নৈহাটির মত একটি জনবহুল এলাকায় যেখানে সব সময় মানুষের চলাফেরা,সেই জায়গায় দিনে-দুপুরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য রীতিমত বেড়েই চলেছে।
এমনি দৃশ্য দেখা গেল নৈহাটির রাজেন্দ্রপুরে। রাজেন্দ্রপুরের সনু হোটেল বার এন্ড রেস্টুরেন্ট-এ প্রায় 5 থেকে 7 জন দুষ্কৃতী আর্মস নিয়ে চড়াও হয়ে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায় এবং যে মদের দোকান ছিল সেখান থেকে মদ ও টাকা লুট করে। তারা একটি মোটর বাইকেরও ভাঙচুর চালায়। ঘটনায় একজন আহত হলে তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় নৈহাটি থানার পুলিশ। তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্ত করছে নৈহাটি থানার পুলিশ। তবে এই ঘটনার ফলে
এলাকায় চাঞ্চল্য-এর সৃষ্টি হয়েছে।

নৈহাটি : সুজাতা পাল