সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগের পড়ুয়ারা শুক্রবার সিউড়ি শহর জুড়ে যেসকল মনীষীদের মূর্তি রয়েছে সেই সকল মূর্তিগুলি পরিষ্কার করার কাজ চালান। মূলত স্বাধীনতা দিবসের আগে এই সকল মনীষীদের মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যই তাদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন তারা। তাদের এই পদক্ষেপ দেখে খুশি শহরের বাসিন্দারা। এর পাশাপাশি এই সকল পড়ুয়ারা তাদের এই কাজের মধ্য দিয়ে সমাজে একটি সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার কাজও করেন।