কয়েকদিন আগেই ঘটে গেছে নিউটাউন শ্যুটিআউটের মতো ঘটনা। তারপর বিধাননগরের হাউজিং এর নিরাপত্তা নিয়ে চিন্তিত প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং নিউটাউন কলকাতা উন্নয়ন নিগমের উদ্যোগে আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, নিউটাউনের বিভিন্ন আবাসিক কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে আবাসনগুলির সুরক্ষা বিষয়ক একটি সমন্বয়-বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার । সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু, মাননীয়া সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার, স্থানীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি, নিউটাউন কলকাতা উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন, পশ্চিমবঙ্গ STF-এর অতিরিক্ত মহানির্দেশক শ্রী বিনীত গোয়েল, বিধাননগর পুলিশ কমিশনারেটের নগরপাল শ্রী সুপ্রতিম সরকার ও অন্যান্য পদস্হ পুলিশ আধিকারিকেরা। কমিশনারেট এলাকার বিভিন্ন আবাসনগুলির নিরাপত্তা ব্যবস্থা কীভাবে আরও মজবুত করা যায়, সেটিই ছিল এই সমন্বয় বৈঠকের প্রধান আলোচ্য।