রাজকুমারী সান্তনাময়ী ও তমলুক হাইস্কুল সহ তমলুক মহাকুমার ১৬ টি স্কুলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন দমকল বাহিনী। ২২ আগস্ট রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বোর্ডের প্রিমিলারি পরীক্ষা। প্রতিটি জেলার বিভিন্ন স্কুলে হয়েছে পরীক্ষা কেন্দ্র। তমলুক মহাকুমার ১৬ টি স্কুলে ২২ শে আগস্ট রবিবার সিভিল সার্ভিসের প্রাথমিক পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে। তার আগে এদিন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসকের নির্দেশে স্কুলে স্কুলে দমকলের কর্মীরা নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার কাজ করেন। শুধু অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা নয়,সেই সঙ্গে স্কুলের কর্মচারীদের আগুন লাগলে প্রাথমিক পর্যায়ে কিভাবে রোধ করা যাবে তা হাতে-কলমে দেখান দমকলের কর্মীরা।
তমলুক : সৌমাল্য ব্যানার্জী
