হাবরা স্টেট জেনারেল হাসপাতালে 65 বেডের করোনা হাসপাতাল করার পর স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অক্সিজেন প্লান্ট করার ঘোষণা করা হয়েছিল সেই মতো অক্সিজেন প্লান্টের কাজ চলছে হাসপাতালে। পাশাপাশি আগামী দিনে হাবরা হাসপাতালকে 450 বেডের মডেল হাসপাতাল হিসেবে করা হবে।
অক্সিজেন প্লান্ট এবং টিকা দেওয়ার জায়গায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন জেলাশাসক সুমিত গুপ্তা তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান পাশাপাশি কোভিড ওয়ার্ডে গিয়ে কর্তব্যরত নার্সদের সাথে কথা বলে জানতে চান কেমন চিকিৎসা চলছে এবং অপারেশন থিয়েটার ভেতরেও তিনি গিয়ে দেখতে চান কিরকম পরিষেবা দেওয়া হচ্ছে মানুষকে।

হাবড়া: শান্তনু বিশ্বাস