আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান তারপরেই এবছর 75 তম স্বাধীনতা দিবসে পুলিশ এবং রেলকর্মীরা যৌথভাবে বিশেষ নজরদারি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ যেমন নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে ।সেরকম ভাবেই রেল পুলিশ কোন খামতি রাখছে না যাত্রী নিরাপত্তার’ ক্ষেত্রে । কোনরকম নাশকতা যাতে না ঘটতে পারে সেই কারণেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুরু হয়েছে তল্লাশি। কাজে লাগানো হয়েছে স্লিপার ডগ। রামপুরহাট রেল স্টেশনের মধ্যে যোগাযোগ রয়েছে বিভিন্ন প্রদেশের রেলস্টেশনের। সেই কারণেই যথেষ্ট গুরুত্ব দিয়ে রেললাইন থেকে শুরু করে প্ল্যাটফর্ম এমনকি যাত্রীদের ব্যাগ পত্র তল্লাশি চালানো হচ্ছে রামপুরহাট আরপিএফ এর পক্ষ থেকে। আরপিএফ অফিসার ইনচার্জ একে গিরির নেতৃত্বে এই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তার ব্যাপারে কোনো রকম খামতি রাখতে চাইছে না রেল পুলিশ। রেল পুলিশ এর সাহায্যে এগিয়ে এসেছে রামপুরহাট থানার পুলিশ। তারাও সাহায্য করছে রেল পুলিশ কে। রেল পুলিশ এবং রামপুরহাট থানার পুলিশ যৌথভাবে এই কাজ পরিচালনা করছেন। স্বাধীনতা দিবসের আগের দিন এইভাবে তল্লাশি চালানো হবে বলে জানান আরপিএফ অফিসার ইনচার্জ একে গিরি।
বিরভুম ঃদিবেন্দু গোস্বামী
