হাওড়া স্টেশন থেকে ৪৫ লক্ষ টাকা নগদ সহ একজনকে আটক করল আরপিএফ।প্রাথমিক ভাবে জানা গেছে বছর ৪৮-এর যুবক ছত্তিশগড়ের বাসিন্দা। যার নাম ভাগীরথী সিনহা। প্রাথমিকভাবে জানা গেছে হাওড়ার জিএরপি যখন পেট্রোলিং করছিলেন সেই সময় পুরানো প্লাটফর্মের ৪ ও ৫ নম্বর গেটের কাছে তাকে প্রবেশ করতে দেখা যায়। তার ব্যাগ স্ক্যানার মেশিনে স্ক্যান করার পর আধিকারিকদের সন্দেহ হয়, খুলে দেখা যায় ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা নগদ রয়েছে। ব্যাগে টাকা ধরা পড়ার পরে ওই ব্যক্তি ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার পিছনে ধাওয়া করে জিআরপির কর্মীরা তাকে ধরে ফেলে। মোট ৯ হাজারটি ৫০০টাকার নোট উদ্ধার হয় তার কাছ থেকে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর না দিলে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় তাকে। পরে ওই টাকার বিষয়ে কোনো সদুত্তর না পেয়ে ইনকাম ট্যাক্স বিভাগকে খবর দেওয়া হয়। ইনকাম ট্যাক্স বিভাগের অফিসারেরা এলে তাদের সঙ্গে তাকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ধৃত ওই ব্যক্তি উদ্ধার হওয়া টাকা সম্বন্ধে কোনো সঠিক তথ্য ও নথি পেশ না করতে পারায় তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া অর্থও তুলেও দেওয়া হয় জিআরপির হাতে।
এর আগে গত বছরের ১০ই ফেব্রুয়ারিতে হাওড়া স্টেশন থেকে উদ্ধার চব্বিশ লক্ষ টাকার রুপোর বাট । ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। হাওড়া জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করল প্রায় ছত্রিশ কেজি রুপোর বাট। ডাউন দিল্লি – হাওড়া ভায়া এলাহাবাদ রাজধানী এক্সপ্রেসে এই রুপোর বাট নিয়ে আসা হয়েছিল এলাহাবাদ থেকে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ৪৬/২১ নম্বর মামলায় আই পি সির ৪২০/৪১৯/৪১৭/৪০৭/১২০বি/৩৪ ধারায় মামলা রুজু করা হয়। আরপিএফের পক্ষ থেকে জানা গেছে হাওয়ালা র্যাকেট থেকে শুরু করে অন্যান্য অর্থনৈতিক দুষ্কর্মের প্রতিহত করার জন্য সতর্কতা অবলম্বন করেছে।

হাওড়া : দেবাশীষ গুচ্ছাইত