আজ সকালে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ অফিসার সন্দীপ সিং-এর নেতৃত্বে উদ্ধার হলো টোটাল ৩৫ টি মোবাইল ফোন। শুধু ফোন উদ্ধার নয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো ওই মোবাইল ফোনের মালিক দের ডেকে তাদের হাতে ফিরিয়ে দিল ডিসি নর্থ অনুপম সিংহ। মোবাইল ফোন পেয়ে খুবই খুশি তারা। ডিসি নর্থ অনুপম সিংহ জানান আমাদের কাছে লিখিত অভিযোগ আসার পর আমরা ফোনের ইএমআই নম্বর ও টেকনিক্যাল কিছু ফাংশন কে ট্র্যাক করে ফোন খুঁজে বার করতে সক্ষম হই।

হাওড়া : সমীর পাত্র