গোপন সূত্রের খবরের ভিত্তিতে জুয়ার একাধিক ঠেকে অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পুলিশ। রবিবার ধৃতদের রায়গঞ্জ আদালতে পাঠানো হয়। পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে যে, শনিবার বিকালে হেমতাবাদ থানার দুই এস আই দিলিপ রায় ও সুদিপ কুমার দের নেতৃত্বে পুলিশ বাহিনী হেমতাবাদ ব্লকের বীরগ্রাম ও শিবির এলাকায় দুইটি জুয়ার ঠেকে হানা দিয়ে মোট ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। পাশাপাশি উদ্ধার করেছে বোর্ড মানি ও জুয়া খেলার সামগ্রী। হেমতাবাদে জুয়া খেলা বন্ধ করতে লাগাতার এই অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন আই সি জয়ন্ত দত্ত।

রায়গঞ্জ :বিক্রমাদিত্য বিশ্বাস