রাজেন্দ্র নাথ দত্ত,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার বহরমপুরে নিষিদ্ধ মাদকসহ আটক করা হল তিনজনকে। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে নাকাচেকিং চলার সময় বহরমপুর থানার পঞ্চাননতলা ৩৪ নম্বর জাতীয় সড়কে পেঁয়াজ ভর্তি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন ও নগদ ৫ লক্ষ টাকা সহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত আবু হাসিয়াম মিঞা, জিয়ারুল হক এবং রোহন ইসলামের বাড়ি কোচবিহারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তারা এদিন বহরমপুরের নিমতলা এলাকা থেকে চায়ের প্যাকেটে হেরোইন ভর্তি করে কোচবিহারের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন । ওই চায়ের প্যাকেটে প্রায় ১ কেজি হেরোইন ছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। আজ ধৃতদের আদালতে তোলা হলে আদালত ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে |