বীরভূমের পাইকড়:দিব্যেন্দু গোস্বামী
বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হল ৩০ টি তাজা বোমা। রবিবার বেলার দিকে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের পাইকড় থানার পুলিশ কুতুবপুর গ্রাম থেকে বোমা গুলি উদ্ধার করে। বাড়ির চিলেকোঠায় বোমা গুলি তিনটি প্লাস্টিকের বালতিতে মজুত রাখা হয়েছিল। বোমা রাখার অভিযোগে বাড়ির মালিক বরজাহান শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই বোমাগুলি কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
