করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্য জুড়ে চলছে লকডাউন। রাজ্য সরকারের নির্দেশিকায় বাজার খোলা রাখার সময়সীমা সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত। কিন্তু সেই সময়সীমায় বাজারে অতিরিক্ত ভিড়ে হ্রাস টানতে উদ্যোগী হল বারাসাত জেলা পুলিশ ও বারাসাত পৌরসভা। সোমবার সকালে বারাসাত জেলা পুলিশের SDPO ও বারাসাত থানার আইসি এবং বারাসাত পৌরসভা বিধান মার্কেটের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল থেকে বাজার খোলা রাখার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমায় বাজারে ৫০ শতাংশ করে দোকান খোলা থাকবে। যদি এই নিয়ম তারা দোকান খোলা রাখে তাহলে বাজার চলবে অন্যথায় পুরোপুরি বাজার বন্ধ করে দেওয়া হবে। করোনার তৃতীয় ঢেউয়ের আগে সংক্রমনের রাশ টানতে বারাসাত পুলিশ প্রশাসন ও বারাসাত পৌরসভার উদ্যোগ বলে জানা গেছে