দক্ষিণ কলকাতা, সায়ন সাহা: যাদবপুর থানার উদ্যোগে যাদবপুরের বিভিন্ন অঞ্চলে দুস্থ মানুষদের খাবার বিতরণ করলেন যাদবপুর থানার পুলিশ কর্তা বিশাল গাবুর। লকডাউনের শুরু থেকে আগামী ৩০ই মে পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানান পুলিশ কর্তা। আজ যাদবপুর রেল স্টেশনের কাছে থাকা গরীব মানুষদের খাবার বিতরণ করা হলো। আজ অবধি প্রায় ২০০ -র ও বেশি মানুষকে এই পরিষেবা দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্তা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ এলাকার মানুষ।
পুলিশ নিউজ প্রেস

