
ছিনতাই কাণ্ডে ফেরার দুস্কৃতিকে অবশেষে গ্রেপ্তার করলো শিলিগুড়ি থানার পুলিশ
অগাস্ট মাসের একটি ছিনতাই কাণ্ডে ফেরার হওয়া দুই দুস্কৃতিকে অবশেষে গ্রেপ্তার করলো শিলিগুড়ি থানার পুলিশ। তাদের থেকে উদ্ধার হল বেশকিছু মাদকদ্রব্য।।
অগাস্ট মাসের 29 তারিখ শিলিগুড়ি থানা সংলগ্ন এস.এফ রোডের ওপর এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালায় 2 বাইক আরোহী। তৎক্ষণাৎ শিলিগুড়ি থানায় সেই মহিলা লিখিত অভিযোগ জানায় । এরপরই কোমর বেঁধে মাঠে নেমে পড়েন শিলিগুড়ি থানার ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। আইসি সুদীপ চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মিঠুন গোয়ালা ও কওয়ার গোয়ালা রাজগঞ্জের বাসিন্দা। পাশাপাশি উদ্ধার হয় চিন্তাইকাণ্ডে ব্যবহৃত বাইক ও বেশকিছু মাদকদ্রব্য। উদ্ধার হওয়া সোনার চেন অভিযোগকারী মহিলার বাড়িতে পৌঁছে দেন আইসি সুদীপ চক্রবর্তী। এরপর ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।
