নবেন্দু হাটি,বাঁকুড়া : সোমবার ৭৭ বছরের বৃদ্ধ আলি বুরহান ও তার স্ত্রী মমতাজ বেগমকে বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় তাঁদের বসত বাড়ীতে পৌঁছে দিল বাঁকুড়া সদর থানার পুলিশ। প্রসঙ্গত, বছর দেড়েক আগে বৃদ্ধ দম্পতির ছেলে আশমান আলি ও তার স্ত্রী মিলে গত বছর ২০ মার্চ বৃদ্ধ দম্পতিকে বাড়ী থেকে জোর করে বের করে দেয়। অসহায় বৃদ্ধ বৃদ্ধা প্রথমে বাড়ী ফিরে আসে।এরপর ছেলে ও বৌমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বাঁকুড়া সদর থানায়। পরে গত বছর ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা । অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর এই বৃদ্ধ দম্পতিকে তাঁদের বাড়ী ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।