দেহব্যবসার সাথে জড়িত থাকায় শিলিগুড়ির রবিন্দ্র নগর এলাকা থেকে স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে,ধৃত সুরজিৎ মন্ডল ও সোনালী খাতুন মন্ডল বর্ধমানের বাসিন্দা।স্বামী ও স্ত্রী দুজনে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বাড়ী ভাড়া নিয়ে থাকতো।নিত্যদিন এদের বাড়ীতে অজানা লোকজনদের আনাগোনা লেগেেই থাকতো।পাড়া প্রতিবেশীদের সন্দেহ হলেই তারা বাড়ী বদল করে ফেলত।পুলিশ সুত্রে জানা গিয়েছে স্থানীয় ও বাইরে থেকে মেয়েদের বিভিন্ন জায়গায় চাহিদা অনুযায়ী পৌঁছে দিত এই দম্পতি।এমনকি স্থানীয় যুবক যুবতিরা তাদের ঘড় ভাড়া নিত আমোদ প্রমোদের জন্য।গতকাল রাতে গোপন সুত্রে খবর পেয়ে রবিন্দ্র নগর এলাকার ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।আজ ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা,কোথা থেকে মেয়েদের নিয়ে আসতো তার তদন্তের জন্য আদালতের কাছে সাতদিনের পুলিশি রিমান্ডের আবেদন জানায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি মহিলা থানার পুলিশ।