সৌমাল্য ব্যানার্জী,পুর্ব মেদিনীপুর: মন্দারমনি থানা ওসি অভিজিৎ পাত্র উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কার্য শুরু করলেন, মন্দারমনি কোস্টাল থানা ওসি আশিস বেরা বিভিন্ন সামাজিক কাজে উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন। গত যশ ঘূর্ণিঝড়ে দিবারাত্রি মানুষের সঙ্গে থেকে সমস্যা সমাধান করেছেন এবং ঘূর্ণিঝড় কাটতেই উপকূল বর্তী এলাকায় মানুষের কাছে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন সেই সঙ্গে বুধবার স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি শুরু করেন কালিন্দী বাজার এলাকায়। এ রকম কর্মসূচি এলাকায় চালিয়ে যাবেন বলে জানান তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮ নম্বর কালিন্দী পঞ্চায়েত প্রধান স্বপন দাস উপস্থিত ছিলেন মান্দারমনি কোস্টাল থানার আইসি সহ ৩০ জন সিভিক ভলেন্টিয়ার ছিলেন যুব কমিটির সভাপতি জাহিরুল|
